কোহলির ব্যাটে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের টার্গেট দিল ভারত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের বিশাল টার্গেট দিল ভারত।

কেনসিংটন ওভালে জমজমাট ফাইনালে ভিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান করে রোহিম শর্মার দল। জমজমাট এই ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ব্যাটিংয়ে ঝড় তোলেন ভিরাট কোহলি। কিন্তু দ্বিতীয় ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে রোহিতের দল। কেশব মহারাজের দুর্দান্ত বোলিংয়ে ২ ওভারে দলীয় ২৩ রানে দুই উইকেট হারায় তারা।

এরপর ইনিংসের পঞ্চম ওভারে কাগিসো রাবাদা সূর্যকুমার যাদবকে ব্যক্তিগত ৩ রানে ফেরান। দলীয় ৩৪ রানে তিন উইকেট হারিয়ে সতর্ক হয় ভারত। এরপর অভিজ্ঞ কোহলি অক্ষর প্যাটেলকে সাথে নিয়ে দলকে এগিয়ে নেন। অবশেষে দলীয় ১০৬ রানের মাথায় বিদায় নেন প্যাটেল। ৩১ বলে এক বাউন্ডারি ও চার ছক্কায় ৪৭ রান করেন তিনি।

সতীর্থকে হারিয়ে ফের হাত খুলে ব্যাটিং শুরু করেন কোহলি। শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করে ৫৯ বলে ৬ বাউন্ডারি ও দুই ছক্কায় ৭৬ রান করে বিদায় নেন কোহলি। ১৮.৫ ওভারে ভারতের দলীয় রান তখন ৫ উইকেটে ১৬৩। শেষ দিকে শিবাম দুবে ও হার্দিক পান্ডিয়া ভারতে এগিয়ে নেন। শিবাম ১৬ বলে ২৭ রান করে বিদায় নেন। তবে পান্ডিয়া ৫ ও জাদেজা ২ রান করে অপরাজিত থাকেন।

Exit mobile version