জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গতকাল উদ্বোধনী দিনে জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ শুরু করেছে দুই স্বাগতিক দল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আজ সকালে নাটকীয়তাবহুল ম্যাচে সুপার ওভারে ওমানকে হারিয়েছে নামিবিয়া। তবে বাংলাদেশ যেই গ্রুপে আছে, সেই গ্রুপ ‘ডি’ এর ম্যাচ শুরু হচ্ছে আজ রাতে। গ্রুপ অফ ডেথের প্রথম ম্যাচে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।
এই দুই দল ছাড়াও বাংলাদেশের গ্রুপে আছে নেদারল্যান্ডস ও নেপাল। যেখান থেকে মাত্র দুই দল সুযোগ পাবে সেরা আটে খেলার। ফলে সেখানে সমীকরণে চোখ রাখতে হবে প্রতি মুহূর্তেই।
নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। যা হতে যাচ্ছে এই মাঠে হতে যাওয়া প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশ্য এই মাঠেই গড়িয়েছিলো বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচ।