চলতি বিশ্বকাপে যে তালিকায় শীর্ষে বাংলাদেশ

ব্যাটিং,বোলিং আর ফিল্ডিং- এই তিনে মিলেই ক্রিকেট। কোনো ম্যাচে যেই দলটা এই তিন বিভাগেই সমানভাবে পারফর্ম করতে পারবে দিনশেষে তাঁরাই জয় নিয়ে বাড়ি ফিরবে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে এই তিন বিভাগেই সমানভাবে উন্নতি করার কোনো বিকল্প নেই।

ব্যাটাররা ছন্দে না থাকলেও চলতি বিশ্বকাপে বাংলাদেশকে সুপার এইটে নিয়ে গেছে বোলাররা। সেইসাথে টাইগারদের ফিল্ডিংও ছিলো আলাদা করে চোখে পড়ার মতো। গ্রুপ পর্বের ৪০ ম্যাচে অংশগ্রহণকারী ২০ দলের ক্যাচ নেয়ার সাফল্যের হার প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এই তালিকায় সবার উপরে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে আছে বাংলাদেশ।

এখন পর্যন্ত বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের চার ম্যাচে মোট ২১ বার ক্যাচের সুযোগ তৈরী করেছে বাংলাদেশ। সেখানে ২০বারই সফলভাবে ক্যাচ লুফে নিতে পেরেছেন ফিল্ডাররা। ক্যাচ মিস করেছে শুধুমাত্র একবারই। তাতে করেই বিশ্বকাপের চলতি আসরে বাংলাদেশের ক্যাচ নেওয়ার সাফল্যের হার ৯৫.২ শতাংশ। একই পরিসংখ্যান নেদারল্যান্ডসের ক্ষেত্রেও।

Exit mobile version