শুরুর আগেই ১২০ কিলোমিটার বেগে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে আইসিসি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্টেডিয়াম। মঙ্গলবারের প্রচণ্ড ঝড়ে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামর জায়ান্ট স্ক্রিনসহ বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৈরি আবহাওয়া ও স্থাপনা ক্ষতিগ্রস্থ হওয়ায় বাতিল করা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচটি। বর্তমানে ওই অঞ্চলজুড়ে বজ্রসহ শক্তিশালী ঝড়, টর্নেডো, এমনকি আকস্মিক বন্যার সতর্কতা দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
ফলে বিশ্বকাপের উদ্বোধনী ও প্রথম ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আইসিসির এক মুখপাত্র বলেছেন, ভেন্যুটির সীমানা (ফেন্স) ও গ্যালারির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উদ্বোধনী ম্যাচ আয়োজন নিয়ে আশঙ্কা নেই।
বাংলাদেশ সময় ২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। ঐ দিন সকাল সাড়ে ৬টায় উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।