ঝড়ে লন্ডভন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্টেডিয়াম

শুরুর আগেই ১২০ কিলোমিটার বেগে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে আইসিসি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্টেডিয়াম। মঙ্গলবারের প্রচণ্ড ঝড়ে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামর জায়ান্ট স্ক্রিনসহ বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৈরি আবহাওয়া ও স্থাপনা ক্ষতিগ্রস্থ হওয়ায় বাতিল করা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচটি। বর্তমানে ওই অঞ্চলজুড়ে বজ্রসহ শক্তিশালী ঝড়, টর্নেডো, এমনকি আকস্মিক বন্যার সতর্কতা দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

ফলে বিশ্বকাপের উদ্বোধনী ও প্রথম ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আইসিসির এক মুখপাত্র বলেছেন, ভেন্যুটির সীমানা (ফেন্স) ও গ্যালারির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উদ্বোধনী ম্যাচ আয়োজন নিয়ে আশঙ্কা নেই।

বাংলাদেশ সময় ২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। ঐ দিন সকাল সাড়ে ৬টায় উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।

Exit mobile version