আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে সেমিফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকার লক্ষ্যে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ব্রিজটাউনে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইংল্যান্ডের একাদশে এসেছে একটি পরিবর্তন। মার্ক উডের পরিবর্তে একাদশে ফিরেছেন ক্রিস জর্ডান।
ইংল্যান্ডের একাদশ : জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, মঈন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জোফ্রা আর্চার, আদিল রশিদ, রিস টপলি ও ক্রিস জর্ডান।
যুক্তরাষ্ট্রের একাদশ : স্টিভেন টেলর, অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স (অধিনায়ক), নীতিশ কুমার, শ্যাডলি ফন শ্যালকউইক, কোরি অ্যান্ডারসন, মিলিন্দ কুমার, হারমিত সিং, নস্টুশ কেনজিগে, সৌরভ নেত্রাভালকার ও আলী খান।