টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব

একটা সময় তিন ফরম্যাটেই বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে গেল সপ্তাহে শীর্ষস্থান খুইয়েছিলেন সাকিব। তবে সম্রাজ্য পুনরুদ্ধারে বেশি সময় অপেক্ষা করতে হলো না টাইগার এই অলরাউন্ডারকে।

আজ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সাতটি ম্যাচের পারফরম্যান্স এসেছে বিবেচনায়। যেখানে দুই থেকে একে উঠে এসেছে সাকিবের নাম, শীর্ষে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা নেমে গেছেন দুইয়ে। যার অর্থ, বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামবেন সাকিব।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচের বাকি তিনটি স্থানে আছেন যথাক্রমে আফগানিস্তানের মোহাম্মদ নবি (২১২ রেটিং পয়েন্ট), জিম্বাবুয়ের সিকান্দার রাজা (২১০ রেটিং পয়েন্ট) ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস (২০৪ রেটিং পয়েন্ট) । সেরা পঞ্চাশের মধ্যে আছেন বাংলাদেশের আর মাত্র একজন। শেখ মেহেদী হাসান ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ৪৬ নম্বরে।

Exit mobile version