দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় শিরোপা জিতলো ভারতীয় ক্রিকেট দল। বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ৮ উইকেটে ১৬৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
ফাইনালটা হলো ফাইনালের মতোই। টি-টোয়েন্টি ক্রিকেটের ওভারে ওভারে যেমন নাটকীয়তা থাকে এবারের ফাইনালটিও হলো তেমন। পুরো টুর্নামেন্টে ব্যর্থ ভিরাট কোহলির ওপর আস্থা রাখার প্রতিদান পেলো দল। আগের সব ম্যাচে যিনি করেছিলেন মোট ৭৭ রান। সেখানে ফাইনালে খেললেন ৭৬ রানের ইনিংস। এমন এক ইনিংসের পর বিরাট কোহলিই হলেন ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ। পুরস্কার নিতে এসে জানিয়ে দিলেন ভারতের জার্সিতে এটাই তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
কেনসিংটন ওভালে দ্বিতীয় ওভারেই দুই উইকেট হারায় ভারত। কেশভ মহারাজের স্পিন বিষে নীল হয়ে ফেরেন আগের দুই ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান অধিনায়ক রোহিত শর্মা। রিশভ পন্থতো আউট হলে শূন্য রানে। সূর্যকুমার যাদব তিন রান করে আউট হলে রীতিমতো চাপে পড়ে যায় তারা। ৩৪ রানে তৃতীয় উইকেট হারানো ভারতীয় দলকে প্রায় একাই টেনে নিয়ে যান ভিরাট।
চতু্র্থ উইকেটে অক্সার প্যাটেলকে নিয়ে ৭২ ও ৫ম উইকেটে শিভাব দুবেকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন ভিরাট। ৫৯ বলে ব্যক্তিগত ৭৬ রানে ভিরাট যখন আউট হন ১৮ ওভার পাঁচ বল শেষে ভারতের সংগ্রহ তখন ৫ উইকেটে ১৬৩ রান। পরের ৭ বলে ভারতের দলীয় সংগ্রহে যোগ হয়েছে আরও ১৩ রান।
ভিরাটের ৭৬ রান ছাড়াও প্যাটেল ও দুবের ব্যাটে এসেছে যথাক্রমে ৪৭ (৩১) ও ২৭ (১৬) রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশভ মহারাজ অ্যানরিচ নর্টজে দু’টি করে উইকেট পেয়েছেন।