দরজায় কড়া নাড়ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। আসন্ন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী হতে চান বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। ২১ বছর বয়সী তরুণ লেগ স্পিনার বাংলাদেশের স্বপ্ন পুরোণ করতে চান।
অবশ্য দেশের ক্রিকেটে একজন লেগ স্পিনারের হাহাকার বহুদিনের। সাদা বলের ক্রিকেটে আপাতত সমাধান মিলেছে! সেই সমাধান হয়ে আসা রিশাদ হোসেন খেলবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিশ্বকাপের আগে তিনি মেলে ধরেছেন নিজের স্বপ্নের ডানা। গত বছর আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ৭.১৭ গড়ে রান দিয়ে নিয়েছেন ১৫ উইকেট। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের সিরিজে নেন ৪ উইকেট। বিশ্বকাপেও তার কাছে ভালো কিছু আশা করছে টাইগাররা।
বিশ্বকাপ শুরুর আগে বিসিবির প্রকাশিত ভিডিওতে নিজের স্বপ্ন নিয়ে বলেন,‘আগের থেকে ভিন্ন ফল হবে আশা করি। নামের পেছনে আমি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি এটা দেখতে চাই যেহেতু মূলত আমি বোলার। অলরাউন্ডার হিসেবেও নিজেকে অনেক দূর এগিয়ে দেখতে চাই।’
বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ হচ্ছে, এবার পারফরম্যান্স দিয়ে প্রত্যাশা পূরণ করতে চান তিনি। এ বিষয়ে বলেন,‘এটা (বিশ্বকাপ) সবার জন্য সারাজীবনের স্বপ্ন। বিশ্বকাপে খেলা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। চেষ্টা করব সামর্থ্যের সর্বোচ্চটা দিতে।’