টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতায় পদত্যাগ করলেন শ্রীলঙ্কার কোচ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নেয় শ্রীলঙ্কা। এর আগে ভারতের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপেও ব্যর্থ হয়েছে লঙ্কানরা।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ অভিযানের পর পদত্যাগ করেছেন প্রধান কোচ ক্রিস সিলভারউড। যদিও তিনি পদত্যাগপত্র ব্যক্তিগত কারণই দেখিয়েছেন।

শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, সিলভারউডের বিদায়ের খবর। পদত্যাগ পত্র ইংলিশ এই কোচ লিখেছেন, ‘আন্তর্জাতিক কোচ হওয়ায় প্রিয়জনের কাছ থেকে লম্বা সময় দূরে থাকতে হয়। পরিবারের সঙ্গে লম্বা আলোচনার পর ভালো মনে দেশে ফিরে যাওয়ার এবং তাদেরকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এছাড়া তিনি বলেন,‘আমি সমস্ত খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ ও ক্রিকেট শ্রীলঙ্কার কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। তাদের সমর্থন ছাড়া ভালো কাজ করতে পারতাম না।’

উল্লেখ্য’ সিলভারউডের অধীনে অবশ্য বেশি কিছু সাফল্য আছে শ্রীলঙ্কার। ২০২২ সালে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে তার কোচিংয়ে জেতে শ্রীলঙ্কা। আর ২০২৩ ওয়ানডে এশিয়া কাপের ফাইনালও খেলেছিল দলটি।

Exit mobile version