ডাচদের কাঁপিয়ে হারলো নেপাল

দীর্ঘ ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নেমেছিল নেপাল। বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকরাও মাঠে হাজির হয়েছিলেন বিপুল সংখ্যায়। রোমাঞ্চকর ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। ১০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয় ডাচরা।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নেপাল। ব্যাটিং ব্যর্থতার দিনে দলের পক্ষে একই লড়াই করেন অধিনায়ক রোহিত পোডেল। ৩৭ বলে ৫ চারে রোহিত করেন ৩৫ রান। তবে শেষদিকে নেমে দুই ব্যাটার অল্প কিছু রান করেন। গুলশা ১৪ ও কারান কেসি ১৭ রান। ফলে ১৯.২ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় তারা।

জবাবে নেদারল্যান্ডস শুরুতেই চাপে পড়ে। নেপালকে আক্রমণাত্মক মনোভাব দেখা যায় ফিল্ডিং করতে দেখা যায়। তবে ম্যাক্স ও ডাউডের সঙ্গে ৪৩ বলে ৩০ রানের জুটিতে ওই পরিস্থিতি সামলে নেন বিক্রমজিৎ সিং। ২৮ বলে ২২ রান করে বিক্রমজিৎ বিদায় নিলেও অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাক্স। তিনি ৪৮ বলে ৫৪ রান করেন। ফলে ১৮.৪ ওভারে ৪ উইকেটে ১০৯ রান তোলে তারা।

Exit mobile version