সেমিফাইনালে ওঠার লক্ষ্যে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭ ওভারে ১২৩ রানের লক্ষ্য পেলো দক্ষিণ আফ্রিকা। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩৫ রানের মামুলি সংগ্রহ পায় ক্যারিবীয়রা। বৃষ্টির কারণে ডাক ওয়ার্থ এন্ড লুইস মেথডে (ডিএল) প্রোটিয়াদের সামনে ১৭ ওভারে টার্গেট নির্ধারণ করা হয় ১২৩ রানের।
বিশ্বকাপে বৃষ্টি মানেই যেন দক্ষিণ আফ্রিকার দুর্ভাগ্য। এমনটা হয়েছে অতীতে। এবারও সেইরকম কিছু ঘটলে সুপার এইট থেকেই বিদায় নিতে হবে দক্ষিণ আফ্রিকাকে। অবশ্য ১৭ ওভারে ১২৩ রানের লক্ষ্য নির্ধারণ হওয়া ম্যাচে দুই ওভার খেলা হওয়ার পর আবারও বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়।
আকিল হোসেইনের করা প্রথম ওভারে তিন বাউন্ডারিতে ১২ রান তুলে নেন কুইন্টন ডি কক। কিন্তু আন্দ্রে রাসেলের করা দ্বিতীয় ওভারেই দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় ওভারের প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হন রিজা হেনড্রিক্স। এই ওভারের শেষ বলে আউট হন ডি কক। প্রথম ওভারে ১২ রান দেয়া দলটার দ্বিতীয় ওভার শেষে হয়ে যায় দুই উইকেটে ১৫ রান। এই অবস্থায় বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়।
স্থানীয় সময় রাত সাড় ১০টার সময় ক্রিকেটাররা মাঠ ছেড়ে যান। প্রায় সোয়া এক ঘন্টা পর খেলা আবারও শুরু হয়। ষষ্ট ওভারের দ্বিতীয় বলে আলজারি জোসেফের বলে আউট হয়ে যান এইডেন মার্করাম।
৪২ রানে তিন উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা কিছুটা চাপে পড়েলেও হেইনরিচ ক্লাসেন সে চাপ সামলে উল্টো মারমুখি ব্যাটিং করেন। গুদাকেশ মতির করা ৭ম ওভারে ২০ রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ক্লাসেনের ব্যাটেই আসে ১৯ রান। অবশ্য আলজারি জোসেফের করা ৮ম ওভারের শেষ বলে আউট হয়ে যান ১০ বলে ২২ রান করা ক্লাসেন।