আসন্ন বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে খেলবেন বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করে আলোচনায় আসা তরুণ ব্যাটার জাকের আলী অনিক। সর্বশেষ মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ বলে ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলে সবার মন জয় করেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।
সেই জাকের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় কিছু অর্জন করে দেশে ফিরতে চান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় বিশ্বকাপ নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন জাকের।
নিজের বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে জাকের বলেন, ‘দল হিসেবে আমি চাইব, আমরা প্রতিটা ম্যাচে ভালো পারফরম্যান্স করে দেখাতে এবং জিততে। নিজের দেশের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে। এই বিষয়টা সব সময় ভাবনায় কাজ করে। ইচ্ছা থাকবে, আগে যেসব জিনিস অর্জন করতে পারিনি, সেসব যেন এবার অর্জন করতে পারি।’
জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে উচ্ছসিত এই ব্যাটার জানান, ‘কাছের সবাই খুব গর্ববোধ করে। আম্মার স্বপ্ন ছিল, আমি দেশের হয়ে খেলব। উনি সব সময় বলতেন, ”তোর তামিম ভাই, সাকিব ভাই, মাশরাফি ভাইদের দলে তুই কবে খেলবি। এটাই আমার আম্মার স্বপ্ন ছিল। আর এখন উনি খুব গর্ববোধ করেন। আব্বা যত দিন ছিলেন, তিনি মাঠে বসে থাকতেন। আব্বা যখন থাকতেন না, আমার বোন নিয়ে যেত। ”