আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাতে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। বাংলাদেশের লক্ষ্য এখন পোটিয়াদে হারানো।
এই ম্যাচ জিততে পারলেই সুপার এইটের পথ অনেকটাই সহজ হবে শান্ত-তাসকিনদের। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
তবে দুই ম্যাচের দুটিতেই জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে দক্ষিণ আফ্রিকা শিবির। তাদের লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে সুপার এইটে পথ নিশ্চিত করা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে সিরিয়াস আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘আমি নিশ্চিত, এখানে বাংলাদেশের অনেক সমর্থক থাকবে। আমরা এটা লম্বা সময় ধরেই করে আসছি। বাউন্ডারি লাইনের ভেতরে কী হচ্ছে আমাদের মনোযোগ সেদিকেই। দর্শকরা যাদের বেশি সমর্থন দেয় তারা ম্যাচের মোমেন্টাম পেয়ে যায়। তারা যদি চুপ থাকে তার মানে আমরা ভালো করছি। আমরা ভালো খেলতে চাই এবং যতটা সম্ভব তাদের চুপ করিয়ে রাখতে চাই।’
এছাড়া তিনি বলেন,‘এখানে আমাদের এত সমর্থক আসবে, এটা সম্ভবত আমি আশা করিনি। দেখে খুব ভালো লেগেছে। আশেপাশে অনেক দক্ষিণ আফ্রিকান থাকে। তাদের খেলা দেখতে আসাটা ভিন্ন ধরনের বিনোদন। এখানে হয়তো অনেক চার বা ছক্কা হচ্ছে না, কিন্তু আমরা তাদের প্রতিনিধিত্ব করছি। সমর্থকদের এখানে আসাটা দারুণ ব্যাপার।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচে মুখোমুখি হয় দুই দল। সেখানে সবগুলো ম্যাচেই বাংলাদেশের হার। এছাড়া এখন পর্যন্ত দুই দলের মধ্যে মুখোমুখি ৮ দেখায় কখনোই দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েণ্টি ফরম্যাটে হারাতে পারেনি বাংলাদেশ।