নয় ক্রিকেটার মাঠে নামা নিয়ে যা বললেন অজি অধিনায়ক

শুরু হয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। মূল আসরের আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। প্রস্তুতি ম্যাচ হলেও বেশ কিছু ম্যাচ কেড়ে নিয়েছে খবরের শিরোনাম। যার মধ্যে একটি ছিলো অস্ট্রেলিয়ার ৯জন ক্রিকেটার নিয়ে মাঠে নামা।

মূলত খেলোয়াড় সংকটের কারণে সেই ম্যাচগুলোতে মাঠে নামতে হয় অস্ট্রেলিয়ার কোচিং স্টাফ সদস্যদের। যেখানে ছিলেন হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ব্যাটিং কোচ ব্র্যাড হগ, ফিল্ডিং কোচ আন্দ্রে বোরোভেক এমনকি নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন নির্বাচক জর্জ বেইলিও।

এর কারণ আইপিএল শেষ করে তখন দলের সাথে যোগ দিয়েছিলেন শুধুমাত্র ৯ জন ক্রিকেটার। এই বিষয়টিকে অবশ্য স্বাভাবিকভাবেই দেখছেন দেশটির অধিনায়ক মিচেল মার্শ।

সংবাদ সম্মেলনে এসে তিনি এই বিষয়ে বলেন, ‘আমার জন্য, এটা খুবই সহজ ব্যাপার। আমরা পরিবারে সময় দেওয়াকে গুরুত্ব দেই। তারা আইপিএলে ছিল, যেটি বিশ্বকাপের জন্য দারুণ প্রস্তুতি। এরপর হ্যাঁ, তার পরিবারকে দেখা ও এক বা দুই রাতের জন্য নিজের বিছানায় ঘুমানো গুরুত্বপূর্ণ ব্যাপার। সবমিলিয়ে বললে, আমরা সবাই এর মধ্যে দিয়ে গেছি আর এটা সত্যিই সহজ ব্যাপার।’

Exit mobile version