নামিবিয়াকে উড়িয়ে দিয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’থেকে সবার আগে সুপার এইটে উঠেছে অস্ট্রেলিয়া। নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়াকে উড়িয়ে দিয়ে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করে অজিরা।

মাত্র ৫. ৪ ওভারেই নামিবিয়ার দেয়া ৭৩ রানের টার্গেটে পৌঁছে যায় অজিরা। ফলে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় ২০২১ আসরের চ্যাম্পিয়নরা। অবশ্য এ দিন ছোট পুঁজির লক্ষেও আগ্রাসী মেজাজেই খেলেছে অস্ট্রেলিয়া। প্রত্যেকেই ব্যাট করেছেন ২০০ বা তার বেশি স্ট্রাইকরেটে।

ডেভিড ওয়ার্নার ৮ বলে ২০। তার স্ট্রাইকরেট ২৫০। ডেভিড উইসার বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন তিনি। এরপর বাকি কাজ সারেন ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ। হেড করেছেন ১৭ বলে ৩৪, আর মার্শের ৯ বলে এসেছে ১৮ রান। দুজনেরই স্ট্রাইকরেট ২০০।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৭২ রানে গুটিয়ে যায় নামিবিয়া।

Exit mobile version