নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের মাটি ছেড়ে ক্যারিবীয় অঞ্চলের পরিচিত কন্ডিশনে গিয়ে আত্নবিশ্বাসী ক্রিকেট খেললো বাংলাদেশ। যদিও টপ অর্ডার ব্যর্থ যথারীতি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস আউট হয়েছেন ১ রান করে। আশার কথা রানে ফিরেছেন সাকিব আল হাসান। মাহমুদুল্লাহ রিয়াদ নিয়মিত রানে আছেন। সব মিলিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ রানের সহজ জয় দিয়ে সুপার এইটের পথে এগিয়ে গেলো টাইগাররা।

সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে টস হেরে ব্যাটিংয়ে নেমে, সাকিব আল হাসানের অপরাজিত ৬৪, তানজিম হাসান তামিমের ৩৫, মাহমুদুল্লাহ রিয়াদের ২৫ ও জাকের আলী অনিকের ১৪ রানের সুবাদে ৫ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

ইনিংসের দ্বিতীয় ওভারে নাজমুল হোসেন শান্ত ও চতুর্থ ওভারে লিটন কুমার দাস ব্যক্তিগত এক রান করে আউট হন। তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সাথে ৪৮ রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম। ২৬ বলে তার ৩৫ রানের ইনিংসে ছিলো এক ছক্কা ও ৫ বাউন্ডারি।

তাওহীদ হৃদয় বেশি সময় টিকতে পারেননি। স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে ১৫ বলে ৯ রান করে আউট হন হৃদয়। এই সময়ে বাংলাদেশের রান দাঁড়ায় ৪ উইকেটে ৮৯ রান।

পরে মাহমুদুল্লাহ রিয়াদের ২১ বলে ২৫ ও জাকের আলী অনিক ৭ বলে ১৪ রান করলে বাংলাদেশের রান দাঁড়ায় ৫ উইকেটে ১৫৯ রান। ৪৬ বলে অপরাজিত ৬৪ রান করেন সাকিব আল হাসান। সাকিবের ইনিংসটি সাজানো ছিলো ৯ বাউন্ডারিতে। অন্যদিকে ৭ বলে ১৪ রানে অপরাজিত অনিকের ইনিংসে ছিলো তিন বাউন্ডারি।

ডাচদের পক্ষে দুটি করে উইকেট তুলে নেন আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকিরেন।

১৬০ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান তুলেই সন্তুষ্ট থাকতে হয় নেদারল্যান্ডসকে।

বাংলাদেশের সফল বোলার ছিলেন স্পিনার রিশাদ হোসেন। চার ওভারে ৩৩ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন এই লেগি। দুই উইকেট পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ একটি করে উইকেট পেয়েছেন।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ দল গ্রুপে তাদের চতুর্থ ও শেষ ম্যাচ খেলবে আগামী ১৭ জুন সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

Exit mobile version