জমে উঠেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সেমিফাইনালে ওঠার লড়াই। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের নবম আসরে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে সুপার এইট পর্বে গ্রুপ-২ এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ব্রিজটাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
আন্তর্জাতিক ক্রিকেটে এটিই এই দুই দলের প্রথম লড়াই। এখন পর্যন্ত সুপার এইটে দুই দলই দুইটি করে ম্যাচ খেলেছে। জস বাটলারের অধিনায়কত্বে ইংলিশরা একটি ম্যাচ জিতলেও কোনো ম্যাচ না জেতা যুক্তরাষ্ট্র বাদ পড়ার দ্বারপ্রান্তে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে জয় ছাড়া আর কিছু দেখছে না ইংল্যান্ড। এই ম্যাচ সামনে রেখে ইংলিশ ওপেনার ফিল সল্ট বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই আমাদের। এ ম্যাচে বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দল। যাতে রান রেটও বাড়িয়ে নেয়া যায়। এ জন্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে আক্রমনাত্মক ক্রিকেট খেলার পরিকল্পনা আমাদের। ‘