প্রথম যেবার লাল-সবুজদের দায়িত্বে এসেছেন, সেবারই বারবার বাংলাদেশ ক্রিকেটে ভালো একজন লেগস্পিনারের কথা বলেছিলেন লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় দফায় ফিরে এসে দায়িত্ব নিয়ে খুঁজেছেন লেগস্পিনার। বর্তমানে বাংলাদেশ দলের জন্য সেই জায়গাটার অভাব পূরণের স্বপ্ন দেখাচ্ছেন রিশাদ হোসেন।
দ্বিপাক্ষিক সিরিজে ছন্দে থাকা রিশাদ দুর্দান্ত খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেও। এই তরুণ বোলারের ম্যাচ জেতানো পারফরম্যান্স দেখে বাংলাদেশ ক্রিকেটের লেগ স্পিন নিয়ে মনোভাব নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘এখন লেগ স্পিনের মূল্য বুঝতে পারছে বাংলাদেশের ক্রিকেট।’
প্রথমবারের মতো বিশ্বকাপে কোনো বিশেষজ্ঞ লেগ স্পিনার খেলিয়েছে বাংলাদেশ। সুযোগ পেয়ে হতাশ করেননি রিশাদও। মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, “আপনারা সবাই জানেন, আমাদের জন্য দলে লেগ স্পিনার নেওয়াটা কিছুটা চ্যালেঞ্জের। আমি কাউকে দোষ দিচ্ছি না। এটাই মূলত আমাদের সংস্কৃতি। আমরা এর (লেগ স্পিনার) মূল্য বুঝি না।”