বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ভারত

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে বাঁচামরার ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ভারত বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। আর ভারত হারিয়েছে আফগানিস্তানকে।

ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ভিরাট কোহলি ও রোহিত শর্মা শুরু থেকেই বাংলাদেশী বোলারদের ওপর চড়াও হন। এদিন উভয় প্রান্ত দিয়েই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। শুরুটা করেন শেখ মাহেদী। অপরপ্রান্তে আসেন সাকিব আল হাসান। তৃতীয় ওভারে অবশ্য আক্রমণে আসেন পেসার তানজিম হাসান সাকিব।

চতুর্থ ওভারে বল হাতে সাফল্য পান সাকিব। তুলে নেন রোহিত শর্মার উইকেট। তিন ওভার তিন বলে ৩৯ রান তুলে নেয়া ভারত তাদের প্রথম উইকেট হারায়। ১১ বলে ২৩ রান করা রোহিত ধরা পড়েন জাকের আলী অনিকের হাতে।

৯ম ওভারে ভারতীয় ব্যাটিং লাইন আপে জোড়া আঘাত হানেন পেসার তানজিম হাসান সাকিব। ভিরাটের পর তুলে নেন সূর্যকুমার যাদবের উইকেট।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মাহেদী, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, রিষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষার প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং।

Exit mobile version