বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে ভিরাট কোহলিকে পেয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করল ভারত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শেষে বাড়তি ছুটি শেষে নিউ ইয়র্কে দলের সঙ্গে যোগ দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার। তবে বাংলাদেশে বিপক্ষে ম্যাচে তিনি মাঠে নামবেন কি না, তা নিশ্চিত নয়।
শুক্রবার নিউ ইয়র্কে ভারত দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। এদিন সাপোর্ট স্টাফদের নিয় ঘাম ঝরান শিভাম দুবে ও মোহাম্মদ সিরাজরা। আইপিএলের কারণে বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড নিউ ইয়র্কে গেছে কয়েকটি দলে ভাগ হয়ে। তবে কোহলির জন্য বাড়তি কটা দিনের ছুটি বরাদ্দ করে ভারতীয় বোর্ড।
এবারের আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভিরাট কোহলি। ব্যাট হাতে ১৫ ইনিংসে ৭৪১ রান করে ‘অরেঞ্জ ক্যাপ’ জিতে নেন কাহলি। টুর্নামেন্টে ৬০০ রান করতে পারেনি আর কোনো ব্যাটসম্যান।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে না খেললেও বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আগে আরও তিনটি নেট সেশন পাবেন কোহলি। আগামী বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু।