বাংলাদেশের হারে যেমন দাঁড়ালো সুপার এইটের পয়েন্ট টেবিল

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু হয়েছিলো ২০টি দল নিয়ে। যেখানে দলগুলো একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছে চারটি ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে। সেখান থেকে দুইটি ভিন্ন গ্রুপে ‘সুপার এইট’ নিশ্চিত হয়েছে আট দলের। এখন পর্যন্ত আট দলের প্রতিটি দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। যার সর্বশেষ ম্যাচে আজ ডিএলএস মেথডে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরেছে বাংলাদেশ।

এর আগে সুপার এইটের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ১৮ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে হারে আরেক স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজ। আর গতকাল এশিয়ান দ্বৈরথে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে ভারত।

গ্রুপ ওয়ানে নিজেদের ম্যাচে জয় তুলে নিয়ে এক ও দুইয়ে অবস্থান করছে অস্ট্রেলিয়া ও ভারত। অস্ট্রেলিয়া ভারতের চেয়ে রান রেটে কিছুটা এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে। হারের মুখ দেখা আফগানিস্তান আর বাংলাদেশ যথাক্রমে তিন ও চার নম্বর পজিশনে আছে।

গ্রুপ টুতে জয় পাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড অবস্থান করছে সবার উপরে। তাঁদের চেয়ে রানরেটে বেশ কিছুটা পিছিয়ে থেকে দুইয়ে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। হেরে যথাক্রমে তিন ও চারে আছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

Exit mobile version