বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও কী বৃষ্টি হানা দেবে?

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

এই নাসাউয়েই গতকাল মাঠে গড়িয়েছিলো ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচ। যেখানে বৃষ্টির হানায় ম্যাচ শুরু হয়েছিলো ৫০ মিনিট দেড়িতে। তাই আজ সেখানে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু তা জানতে আগ্রহ আছে কোটি ক্রিকেটপ্রেমীর।

আবহাওয়ার পূর্বাভাসবিষয়ক যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘আকুওয়েদার’-এর তথ্যমতে, বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় নিউইয়র্কে আবহাওয়া রৌদ্রোজ্জ্বল এবং তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বজ্র–বৃষ্টির সম্ভাবনা শূন্য শতাংশ।

নিউইয়র্কের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির সম্ভাবনা ৪ শতাংশ। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচ। বাতাসে প্রায় ৫০ শতাংশ আদ্রর্তা থাকবে এবং ধারণা করা হচ্ছে মাঠে প্রতি ঘণ্টায় ১১ কিলোমিটার বেগে বাতাস বইবে।

Exit mobile version