বিশ্বকাপেই সব ঠিক হয়ে যাবে – তাসকিন

টি-টোয়েন্টিতে সময়টা যেন মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ দলে। বিশ্বকাপের আগেই আমেরিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার। এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যর্থ! ধারাবাহিক ব্যর্থতার ফলে আলোচনা-সমালোচনার তীরে ব্যাপকভাবে বিদ্ধ হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর অনুশীলন না করে টিম হোটেল ও বিভিন্ন অনুষ্ঠানে ক্রিকেটারদের যোগ দিয়ে নতুন বিতর্ক জন্ম দিয়েছে ক্রিকেটাররা।

অবশেষে সব প্রশ্নের উত্তর জানালেন সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। মঙ্গলবার ডালাসে অনুশীলন শেষে এই পেসার বলেন, ‘শুধু আমরা না। আবহাওয়ার কারণে সবদলই সেভাবে অনুশীলন করার সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল বা সুযোগ-সুবিধা তুলনামূলক কম ছিল। যুক্তরাষ্ট্রে যেহেতু নতুন ক্রিকেট হচ্ছে.. আর মানসিক অবস্থা ঠিক আছে, হ্যাঁ, হেরে একটু মোরালি ডাউন ছিলাম।’

এছাড়া দলের ব্যর্থতা নিয়ে তাসকিন বলেন,‘কিন্তু আসলে আমরা যদি জিততে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি। আশাবাদী যে জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।’

বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজের খেলা নিয়ে তিনি বলেন,‘প্রায় তিনটা সেশন বোলিং করতে পারলাম। ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি। ওভারঅল ইমপ্রুভম্যান্টস অনেক ভালো মাশাআল্লাহ। আশা করছি যে প্রথম ম্যাচ থেকেই পারব (খেলতে)। কালকে আরেকটা সেশন আছে। ইনশাআল্লাহ আশা করছি যে প্রথম ম্যাচ থেকে খেলতে পারব, বাকিটা আল্লাহর ইচ্ছা।’

চোট আক্রান্ত শরিফুলকে নিয়ে বলেন,‘শরীফুলের বিষয়টি দুর্ভাগ্যজনক। মাত্র একটা বল বাকি ছিল। তখন (বল) হাতে লেগে হাত ফেটে গেছে। ওর ব্যাপারটা এখন বলাটা কঠিন। মাত্র তিন দিন আগে হয়েছে, আশা করছি ও সুস্থ হয়ে উঠবে। আমরা এখনো কেউ কিছু বলতে পারছি না। হাতে যেহেতু সেলাই পড়েছে, ডাক্তাররাই বলতে পারবে।’

Exit mobile version