উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ২২ গজের উইকেট নতুন ইতিহাস গড়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ঘরের মাঠে কানাডাকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।
বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আইসিসির দুই সহযোগী দেশ কানাডা ও যুক্তরাষ্ট্র। এ দিন প্রথমে ব্যাট করতে নেমে সহযোগী দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ উইকেটে সর্বোচ্চ ১৯৪ রান তুলেছিল কানাডা। জবাবে ব্যাটি করতে নেমে
অবিশ্বাস্য ব্যাটিং উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। এর ফলে বিশ্বকাপের অভিষেক ম্যাচে জয়সহ তছনছ হয়ে গেল একঝাঁক রেকর্ড!
যুক্তরাষ্ট্রের সহ–অধিনায়ক অ্যারন জোন্স ও আন্দ্রিয়েস গুসরা তৃতীয় উইকেট জুটিতে তোলে ১৩১। ওভারপ্রতি রান এসেছে ১৪.২৯ গড়ে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো সেঞ্চুরি জুটির সর্বোচ্চ রানরেট। শেষ পর্যন্ত জোন্স ৪০ বলে ১০ ছক্কার রেকর্ড গড়ে ৯৪ রানে অপরাজিত ছিলেন। ৪৬ বলে ৬৫ রান করেন গুস।