বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

বাংলাদেশি আম্পায়ার হিসেবে এবার আরো একটি ইতিহাস গড়তে যাচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে অন্য কোনো বাংলাদেশি আম্পায়ার সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পাননি।

আগামী ১ জুন ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার উদ্বোধনী ম্যাচটি মাঠে থেকে পরিচালনা করবেন তিনি।

এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাঁচটি ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। এছাড়াও তিনি দায়িত্ব পালন করেছেন দুইটি আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১৮ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে।

আইসিসির এলিট প্যানেলে সৈকত জায়গা পান চলতি বছরের শুরুতে। বাংলাদেশের হয়েও ম্যাচ খেলেছেন সাবেক এই বাঁহাতি স্পিনার। এখন পর্যন্ত ১০টি টেস্ট, ৬৩টি ওয়ানডে এবং ৪৯ টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি।

Exit mobile version