বিশ্বকাপের দল ঘোষণা; লিটন-শান্তর জন্য দোয়া করবেন পাপন

গত এক বছর ধরে ফর্মহীনতায় ভূগছেন ওপেনার লিটন দাস। শেষ ৯ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৭৮ রান। তাঁর সাথে ফর্মে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। বিগত এক বছরে ১৩ ম্যাচ খেলে টি-টোয়েন্টিতে তাঁর রান মাত্র ২০৯।

যেখানে মাত্র এক মাসেরও কম সময় আছে বিশ্বকাপ মাঠে গড়ানোর সেখানে এই দুই ক্রিকেটারের ফর্মে না থাকা দেশের ক্রিকেটের জন্য চিন্তার বিষয়ই বটে। তাই এমন কঠিন সময়ে এই দুইজনের জন্য দোয়া ছাড়া আর কিছুই নেই বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘(ওপেনিংয়ে) এখানে কাকে খেলাবে, তাতো বলতে পারি না। তবে দোয়া করতে পারি যাতে ওরা যেন ফর্মে ফেরত আসে। শান্ত, লিটন অথবা সৌম্য যেন ওদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে। তানজিদ তামিম যে সাহস করে খেলে যাচ্ছে, ফ্রি ফ্লোয়িং ক্রিকেট খেলে যাচ্ছে, এভাবে যদি খেলতে পারি, তাহলে আমরা আশা করতে সামনে ভালো হবে। (জিম্বাবুয়ের বিপক্ষে) এখানটায় ভালো হয়নি।’

এছাড়াও তিনি জানিয়েছেন যে আজকেই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে।

Exit mobile version