বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার! এরপর বৃষ্টিতে ভেসে যায় প্রথম প্রস্তুতি ম্যাচ। আর ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৬০ রানে হেরেছে টাইগাররা। শনিবার রাতে নিউইয়র্কে নাসাউ কাউন্টির ড্রপইন পিচে ভারতের দেয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে তোলে মাত্র ১২২ রান।
বিশ্বকাপের আগে বাংলাদেশের এমন ব্যাটিং নিয়ে টিম ম্যানেজমেন্টের কপালে দুশ্চিন্তার ভাঁজ। এরই মাঝে নতুন করে এসেছে শরিফুল ইসলামের চোটের খবর। বিশ্বকাপের আগে টপ অর্ডাররা ফের হতাশ করেছে। ইনিংসের মাত্র ১০ রানের বিদায় নেন সৌম্য সরকার, লিটন দাস ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তবে এমন হতাশার ব্যাটিংয়ের পর আশার বাণী শুনিয়েছেন অধিনায়ক শান্ত। বিশ্বকাপের মূল পর্বে নাকি বাংলাদেশ ঠিকই ভালো ব্যাটিং করবে! প্রস্তুতি ম্যাচে হারের পর স্টার স্পোর্টসকে শান্ত বলেন, ‘বোলাররা দুর্দান্ত বোলিং করেছে, শরিফুল ছিল দুর্দান্ত। রিশাদ যেভাবে বোলিং করেছে-সত্যিই খুশি। তবে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি তবে আশা করি টুর্নামেন্টে আমরা ভালো করব। আগে যা হয়েছে তা নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি আমরা কতটা সক্ষম, আমাদের সাহসী হতে হবে এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’
এছাড়া তিনি বলেন,‘তাসকিন ও ফিজ আমাদের খুবই গুরুত্বপূর্ণ পেসার! তারা যখন ফিরে আসবে, তখন এটি একটি ভিন্ন বলের খেলা হবে। তিনি (শরিফুল) পর্যবেক্ষণে আছেন, তিনি সম্ভবত ভালো থাকবেন। প্রথম ম্যাচ খেলতে সবাই খুব উত্তেজিত কিন্তু আমাদের শান্ত থাকতে হবে।