আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। আজ নিজেদের দুই রিজার্ভ ক্রিকেটারসহ নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে মিচেল মার্শের দল।
এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলে জায়গা পেয়েছেন তরুণ অজি ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। এর আগে কিছুদিন ধরেই তাঁর মূল স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে চলছিলো আলোচনা-সমালোচনা।
তবে চলতি আইপিএলে প্রায় প্রতি ম্যাচেই বিধ্বংসী ইনিংস খেলে নির্বাচকদের নজর কাড়েন তিনি। তিনি ছাড়াও রিজার্ভ হিসেবে ডাক পেয়েছেন ম্যাথিউ শর্ট।
এছাড়া পূর্ব ঘোষিত দলে অন্য কোনো পরিবর্তন আসেনি।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড :
মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।
রিজার্ভ : জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ম্যাথিউ শর্ট।