বিশ্বকাপে উগান্ডার ইতিহাস

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লো উগান্ডা। বৃহস্পতিবার বিশ্বকাপের ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩ উইকেটে হারায় দলটি। রোমাঞ্চকর ম্যাচের শুরুতে ব্যাট করে ৭৭ রানে অলআউট হয়ে যায় পাপুয়া নিউগিনি। জবাবে ১০ বল হাতে রেখেই জয় উগান্ডার।

বিশ্বকাপের ইতিহাসে এটি তাদের দ্বিতীয় ম্যা! এর আগে আফগানিস্তানের বিপক্ষে সঙ্গী হয়েছিল বড় হার। সবমলিয়েই এবারের বিশ্বকাপে যেকোনো ধরনের আসরে তাদের প্রথম প্রতিনিধিত্ব করছে দেশটি। বল হাতে পাপুয়া নিউগিনির বিপক্ষে শুরুটাই দুর্দান্ত হয় উগান্ডার। দুর্দান্ত বোলিংয়ে পাপুয়া নিউগিনিকে ১৯.১ ওভারে ৭৭ রানে গুটিয়ে দেয়। পাপুয়া নিউগিনির পক্ষে ১৫ রান করেন হিরি হিরিক। শেষদিকে ২০ বলে ১২ রান করেন কিপলিন দুরিগা।

উগান্ডার হয়ে ৪ ওভারে দুটি মেডেনে ৪ মাত্র রান দিয়ে ২ উইকেট নেন ফ্রাঙ্কো সুবুগা। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে কৃপণতম বোলিংয়ের রেকর্ড। জবাবে প্রথম ১৩ বলে তিন উইকেট হারায় উগান্ডা। এরপর ২৬ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে উগান্ডা।
এবার দলের বিপদে এগিয়ে আসেন রিয়াজাদ ও জুমা মিউওয়াগে।

৪৩ বলে তাদের ৩৫ রানের জুটিতে যখন জয়ের স্বপ্ন খুব কাছে উগান্ডার। জয়ের খুব কাছে গিয়ে হুট করে রান আউট হয়ে যান জুমা। ১৬ বল খেলে ১৩ রান করেন তিনি। তবে একপ্রান্ত আগলে থাকেন রিয়াজাদ আলি। ৫৬ বলে ৩৩ রান করে দলকে জয় এনে দেন। সব মিলে ১৮.২ ওভারে ৭৮ রান তুলে নিজেদের ইতিহাসে স্মরণীয় এক জয় পায় উগান্ডা।

Exit mobile version