বিশ্বকাপ ছাড়াও যেসব বিষয় নিয়ে আলোচনা হবে বিসিবির বোর্ড মিটিংয়ে

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে বিদায় নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এসেই প্রায় দুই সপ্তাহ বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা। দল দেশে আসার আগেই জানা গিয়েছিলো বোর্ড সভায় বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে এই সভা শুরু হবে আগামীকাল ২ জুলাই।

আলোচনার কেন্দ্রে থাকবে বেশকিছু বিষয়। যেখানে পর্যালোচনা করা হবে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

বোর্ড সভার আলোচনা নিয়ে তিনি বলেন, ‘আগামীকাল আমাদের বোর্ডের সভা রয়েছে। রুটিন বিষয়গুলোই আলোচিত হবে। এর বাইরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের বিষয় নিয়ে আলাপ হবে। বাংলাদেশ দল কোন আইসিসি বা এসিসির আসরে অংশ নিলে, এরপরের সভায় পারফর্মম্যান্স নিয়ে আলোচনা হয়। এবারও তা হবে। এ ছাড়া অর্থনৈতিক কিছু বিষয় আছে আলোচ্য সূচিতে।’

আগামী বেশ কয়েক সপ্তাহ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন বাংলাদেশের ক্রিকেটাররা। সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ খেলবেন এলপিএলে।

Exit mobile version