বিশ্বকাপ জিতেই অবসরে রোহিত-কোহলি

বার্বাডোজে নাটকীয় ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। একদিকে যখন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উদযাপনে ব্যস্ত গোটা ভারত, তখন নিজেদের দুই তারকার বিদায়ে অশ্রুশিক্ত ভারতীয় সমর্থকরা। বিশ্বকাপ জয়ের পর এদিন অবসরের ঘোষণা দেন ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান তারকা ব্যাটার বিরাট কোহলি। বিশ্বকাপ জয়ের ম্যাচে ম্যাচসেরা কোহলি যখন অবসরের ঘোষণা দেন, তখনই ধারণা করা হচ্ছিলো একই পথে হাটতে যাচ্ছেন ভারতীয় অধিনায়ক।

হয়েছেও তাই। রোহিত শর্মা অবসরের ঘোষণা দেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। রোহিতের অভিষেক হয়েছিলো ২০০৭ বিশ্বকাপে, ইংল্যান্ডের বিপক্ষে। বিদায়টা জানালেন ১৭ বছর পর ভারতের বিশ্বকাপ জয়ের মঞ্চে। সেটাও আবার অধিনায়ক হিসেবে।

Exit mobile version