বিশ্বকাপ জিতে বার্বাডোজেই আটকে আছে রোহিত-বিরাটরা

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে ১৭ বছর পর টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরার পর ভেন্যু ও হিল্টন হোটেলে ক্রিকেটারদের আনন্দের মধ্যেই দুঃসংবাদ হয়ে এল ঘূর্ণিঝড় বেরিল।

হারিকেন ‘বেরিল’ কারণে আটলান্টিক মহাসাগর উত্তাল! যা এগিয়ে আসছে বার্বাডোজ়ের দিকে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২১০ কিলোমিটার। এই মুহূর্তে বার্বাডোজ়ের দক্ষিণ-পূর্ব দিকে ৫৭০ কিলোমিটার দূরে রয়েছে সেটি।

যে কারণে ব্রিজটাউন বিমানবন্দর রবিবার স্থানীয় সময় বিকেল থেকে বন্ধ। ফলে ঘূর্ণিঝড়ের কারণে বারবাডোজে আটকা পড়েছে বিশ্বকাপ জয়ী শর্মা বাহিনী। চার্টার্ড ফ্লাইটে তাদেরও দেশের উদ্দেশে রওনা দেয়ার কথা ছিল।

ক্রিকইনফোর খবরে ঝড়টির বর্তমান অবস্থান বলা হয়েছে বারবাডোজের দক্ষিণ উপকূল থেকে ৮০ মাইল দূরে। বারবাডোজে ভারতের ক্রিকেটার ও স্টাফদের পাশাপাশি আছেন বোর্ড সচিব জয় শাহও। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আপনাদের মতো আমরাও আটকা পড়েছি। দেশে ফেরার বিষয়ে পরিষ্কার হতে পারলেই আমরা অভিনন্দন (চ্যাম্পিয়নদের) জানানোর ব্যাপারটি নিয়ে চিন্তা করব।’

ভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্তা মিলিয়ে প্রায় ৭০ জন রয়েছেন। সবাই একসঙ্গে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজে বড় চার্টার বিমান না থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান জোগাড় করার চেষ্টা চলছে।

Exit mobile version