‘বুমরাহ আমার চেয়ে ১০০০ গুণ ভালো বোলার’-কপিল দেব

চোটের কারণে মাঝে বেশ কিছুদিন দলের বাইরে ছিলেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। তবে চলতি বছরের আইপিএলে এক দুর্দান্ত প্রত্যাবর্তন করেন সাম্প্রতিক সময়ে ভারতের অন্যতম তারকা এই বোলার। রানবন্যার এই আইপিএলে তার ইকোনমি ছিলো ৬ এর চেয়ে কিছুটা বেশি। যেটা তিনি ধরে রেখেছেন চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও। একারণেই কিনা তাকে নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

ইংল্যান্ডকে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালেও নিজের ফর্ম অব্যাহত রেখেছেন বুমরাহ। ২ ওভার ৪ বলে মাত্র ১২ রান দিয়ে তুলে নিয়েছেন দুইটি গুরুত্বপূর্ণ উইকেট। ইকোনমি মাত্র সাড়ে চার।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার কপিল বলেন, ‘সে (বুমরাহ) আমার চেয়ে ১০০০ গুণ ভালো। এখনকার এই তরুণ ছেলেরা আমাদের চেয়ে অনেক ভালো। আমাদের অভিজ্ঞতা বেশি ছিল। কিন্তু তারা অধিক ভালো। অসাধারণ এবং তারা অনেক পরিশ্রমীও।’ 

Exit mobile version