ব্যাটারদের ব্যর্থতার কারণ জানেন না শান্ত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এবার অংশ নেয়া ২০ দলই গ্রুপ পর্বের ম্যাচগুলোতে নিউইয়র্কের ড্রপ ইন পিচে আশানুরুপ রান তুলতে পারেনি। আবার বাংলাদেশের ম্যাচ ভেন্যু সেন্ট ভিনসেন্টও ছিলো বোলিং স্বর্গ। যেকারণেই হয়তো প্রতিটা ম্যাচেই বাংলাদেশি ব্যাটাররা ছিলেন ব্যর্থ।

সুপার এইট পর্বের প্রথম তিন ম্যাচেই আগে ব্যাট করে সর্বনিম্ন ১৮০ রান করেছে দলগুলো। কারণটা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। সেখানে আজ অস্ট্রেলিয়ার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা।

টস হেরে বাংলাদেশ আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে রান করে মাত্র ১৪০। যেটা হেসেখেলেই তাড়া করা শুরু করে অজি ব্যাটাররা। নিজেদের ইনিংসের ১১ ওভার ২ বলেই দলীয় ১০০ রান সংগ্রহ করে তাঁরা। পরে বৃষ্টির বাধায় ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

এমন ম্যাচে বাংলাদেশি ব্যাটারদের এমন বাজে পারফরম্যান্স নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘কেন পারছি না, সেটা বলা মুশফিক। আমার কাছে মনে হয়, দলের সবার সেই (বড় ইনিংস খেলার) সামর্থ্য আছে। অতীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় করেও দেখিয়েছে। কিন্তু (বিশ্বকাপে) কেন হচ্ছে না, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। সবাইকে তার স্বাভাবিক খেলাটা খেলার স্বাধীনতাও দেওয়া হয়েছে। কিন্তু কোনোভাবেই হচ্ছে না।’

Exit mobile version