ব্যাটিং ব্যর্থতায় বিশ্বকাপ প্রস্তুতি সারল বাংলাদেশ

সময়টা যেন মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। এবার ব্যাটিং ব্যর্থতায় বিশ্বকাপের প্রস্তুতি ৬ রানে হেরে সামল টাইগাররা। ভারতের দেয়া ১৮৩ রান তাড়ায় ব্যাট কতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২২ রানে গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।

নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেটে ১৮২ রান তোলে। সেই রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শান্তর দল।

ওপেনার তানজিদ হাসান তামিম ১৭ রান করলেও ব্যর্থ সৌম্য। ২ বলে কোন রান না করেই বিদায়। এরপর লিটন ৬ ও শান্ত শূন্য রান করে আউট। তাওহীদ হৃদয় ফিরে যান দলীয় ৫০ রানের আগেই। তখন বাংলাদেশের ১০০ রান পার করা নিয়েই দেখা দেয় শঙ্কা।

কিন্তু দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ মিলে চালালেন চালালেন মান বাঁচানোর লড়াই। দুজনের ৭৫ রানের জুটি বাংলাদেশকে টেনে নিয়ে গিয়েছেন ১১৬ পর্যন্ত।

কিন্তু সাকিব যখন আউট হয়েছেন তখনও খেলা বাকি ৮ বল। বাংলাদেশের ইনিংসটা থেমেছে ১২২ রানে। ৬০ রানের বড় হার দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে টাইগাররা।

সবমিলিয়ে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে ২ ম্যাচে হার আর ভারতের বিপক্ষে ৬০ রানের হারই বাংলাদেশের বিশ্বকাপের সঙ্গী। মাঝে একটা ম্যাচে এসেছে জয়, আর একটা ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

Exit mobile version