টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনালটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
রোহিত শর্মার ভারতের সামনে দশ বছর পর বিশ্বকাপের ফাইনালে খেলার সুবর্ণ সুযোগ। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ২০১৪ সালের পর আবারও ফাইনাল খেলতে মরিয়া ২০০৭ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসরে প্রথমবারের মত ফাইনালে খেলার সুযোগ পেয়ে শিরোপা ঘরে তুলে ইংল্যান্ড। ২০১০ সালে শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছিলো ইংলিশরা। তবে ২০১৬ সালের আসরে ফাইনালে খেললেও ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ড হারে ৪ উইকেটে।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। যার মধ্যে ভারতের জয় ১২ ম্যাচে। আর ইংলিশরা জিতেছে ১১ ম্যাচে। বিশ্বকাপের মঞ্চে জয় ও হারের দিক দিয়ে মুখোমুখি দেখায় দু’দলই সমান-সমান। ৪ বারের দেখায় ২টি করে জয় পেয়েছে দুই দল।