মসজিদের জন্য তহবিল সংগ্রহ সাকিব-মাহমুদউল্লাহদের

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৮ জুন নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর আগামী ১০ জুন টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে বাংলাদেশ। যেখানে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে তাঁরা। তাই আপাতত অনুশীলন আর বিশ্রামে নিজেদের সময় পার করছে নাজমুল হোসেন শান্তর দল।

রবিবার সাকিব-মাহমুদুল্লাহরা যুক্তরাষ্ট্রের একটি ইসলামিক অনুষ্ঠানে উপস্থিত হন। যেখানে একটি মসজিদ নির্মানে তহবিল সংগ্রহে সহায়তা করেছে তাঁরা। তাঁদের সাথে ছিলেন হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিবও।

মূলত ডালাসের টেক্সাসে অবস্থিত অ্যালেন মসজিদের নির্মান কাজের জন্য তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে যান তাঁরা। ধর্মীয় কাজে ক্রিকেটারদের পেয়ে খুশি ছিল আয়োজকরা। এই অনুষ্ঠানের টিকিটের মূল্য ছিলো ২০ ডলার। এখান থেকে সংগৃহীত অর্থ দেয়া হয়েছে মসজিদ নির্মাণের জন্য গঠিত তহবিলে।

Exit mobile version