মাঝরাতে উন্মোচিত হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

আর কদিন বাদেই মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি উন্মোচিত হয়েছে আজ প্রথম প্রহরে। অথচ তা হওয়ার কথা ছিলো জিম্বাবুয়ে সিরিজের শেষ দিনে। তবে সেই আকাঙ্ক্ষিত জার্সি আসেনি দল ঘোষণার পরেও।

অবশেষে আজ মাঝরাতে বিশ্বকাপের জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৪ সালের বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে স্কোয়াডের গ্রুপ ছবি দিয়ে প্রকাশ করেছে বিসিবি।

বাংলাদেশের এবারের বিশ্বকাপের পুরো জার্সিতেই আছে বাঘের ডোরাকাটা আবছা ছাপ। প্রতিবারের মতো এবারও প্রাধান্য পেয়েছে গাঢ় সবুজ রঙ। কাঁধে যেই লাল রেখা আছে সেটাও বাঘের চামড়ার আদলে। হাতের বর্ডারে আছে সোনালী রঙের ছাপ। মাঝে হালকা হলুদ। জার্সিতে সাদা রঙে নাম লেখা আছে স্পন্সর এবং বাংলাদেশের নাম। যেই রঙে থাকছে বিশ্বকাপের লোগোও।

Exit mobile version