যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে বিশ্বকাপে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার (২২ জুন) বার্বাডোজে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ক্যারিবিয়ানরা। এ দিন যুক্তরাষ্ট্রের দেয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০.৫ ওভারেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

এ জয়ে পয়েন্ট টেবিলে এগিছে গেল ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটে নিজদের প্রথম ম্যাচে হারের পরেও গ্রুপ ‘১২’এর টেবিলে দুইয়ে উঠে এসেছে স্বাগতিকরা।

লক্ষ্যতাড়ায় নেমে যুক্তরাষ্ট্রকে ছয়ের বন্যায় ভাসিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৩০ রানের মধ্যে ছক্কা দিয়েই ৬৬ রান করেছে ক্যারিবীয়রা। শুরু থেকেই যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর চড়াও হন উইন্ডিজ ব্যাটাররা। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান করেন শাই হোপ এবং জনসন চার্লস।

পাওয়ারপ্লের পর সপ্তম ওভারে আউট হন চার্লস। তবে এরপরই শুরু হয় মূল টর্নেডো। শেষ ৬৩ রান করতে কেবল ২৩ বল খেলেছেন এই দুই ব্যাটার। যার বেশিরভাগ রানই এসেছে ছক্কা থেকে। ৮ ছক্কা ও ৪ চারে ৩৯ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন হোপ। ৩ ছক্কা ও ১ চারে ১২ বলে ২৭ রান করেন পুরান।

Exit mobile version