সুপার এইট নিশ্চিত করতে গ্রুপ পর্বের লড়াইয়ে অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে ছিলো ইংল্যান্ড। এর আগে ওমান ও নামিবিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে নিজের কাজটা সেরে রেখেছিলো ইংলিশরা। এবারও সেইরকম সমীকরণের সামনে দাঁড়িয়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। তার আগে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রতে রীতিমতো উড়িয়ে দিয়েছে জস বাটলারের দল। ১১৬ রানের টার্গেট ১০ উইকেট ও ৬২ বল হাতে রেখেই টপকে গেছে ইংল্যান্ড।
ব্যাট হাতে যুক্তরাষ্ট্রের বোলারদের দাঁড়াতেই দেননি বাটলার। ৩৮ বলে ৬ বাউন্ডারি ও ৭ ছক্কায় ইংলিশ অধিনায়ক তুলেছেন ৮৩ রান। আরেক ওপেনার ফিল সল্ট ২১ বল থেকে তুলেছেন ২৫ রান। ৯ ওভার চার বলেই যুক্তরাষ্ট্রের ১১৫ রান টপকে যায় এই জুটি।
ম্যাচের এক ওভারে হ্যাটট্রিকসহ চার উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ক্রিস জর্ডান। এর আগে একজন বোলারই টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ওভারে চার উইকেট পেয়েছিলেন। ২০২১ সালে আয়ারল্যান্ডের কার্টস ক্যাম্ফার নেদারল্যান্ডসের বিপক্ষে এই কৃতিত্ব দেখান।