যেকারণে উগান্ডাকে বিশ্বকাপের জার্সি পরিবর্তনের নির্দেশ দিলো আইসিসি

শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার দিন গণনা। ইতিমধ্যেই নিজেদের দল নিয়ে আমেরিকায় পৌছে গেছে সব কয়টি দেশ। এমনকি একাধিক দেশ খেলে ফেলেছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচও। এর মাঝেই দুঃসংবাদ পেলো উগান্ডা। তাঁদেরকে নিজেদের বিশ্বকাপ জার্সি পরিবর্তনের নির্দেশ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি উগান্ডাকে তাঁদের জার্সির ডিজাইনটি পরিবর্তনের নির্দেশ দিয়েছে। মূল কারণ হিসেবে দেখানো হয়েছে স্পন্সর লোগোর অস্পষ্টতা। জার্সির পালকের যে ডিজাইনটি রয়েছে সেটা কিছুটা হালকা করে দেয়া হয়েছে।

এতে করে এখন স্পন্সর লোগো খুব ভালো করে বোঝা যাচ্ছে। তাঁদের প্যান্টের ডিজাইনও একইভাবে বদলে দেয়া হয়েছে। বিশ্বকাপের এবারের আসরে সবার আগে নিজেদের জার্সি প্রকাশ করেছিলো উগান্ডা।

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেলো উগান্ডা। আগামী ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে আফ্রিকান দলটি।

Exit mobile version