রহস্যময় স্পিনারকে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে চান হাফিজ

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে ‍শুরু হতে যাওয়া ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে রহস্যময় স্পিনার আবরার আহমেদকে পাকিস্তান স্কোয়াডে চান অন্তর্বর্তীকালীন কোচ মোহাম্মদ হাফিজ।

২৫ বছর বয়সি ‘লেগব্রেক’ বোলার আবরার প্রয়োজনীয়  মুহুর্তে ব্যাটিংটাও ঠিকঠাক করতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার, এবারের পাকিস্তান সুপার লিগ, পিএসএলে  কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে তৃতীয় সর্বাচ্চ ‍উইকেটশিকারী হয়েছেন। ১৯.৫৬ গড়ে ১০ ম্যাচে ১৬ উইকেট শিকার করেছেন। যার ইকোনোমি গড় ছিলো ৭.৮৬।

কিন্তু পাকিস্তান জাতীয় টি-টোয়েন্টি দলে আবরার ডাক না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন একসময় পাকিস্তান দলের পরিচালক হিসেবে দায়ীত্ব পালন করা মোহাম্মদ হাফিজ। ‘গুগলি’ বোলিং দিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন আবরার আহমেদ। ৬ টেস্টে নিয়েছেন ৩৮ উইকেট। যার গড় ৩১.০৭।

এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পাকিস্তানের খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক আরফা ফিরুজ জাকিকে দেয়া সাক্ষাৎকারে, আবরারকে রহস্যময় বোলার হিসেবে মনে করার ব্যাখ্যাও দিয়ছেন মোহাম্মদ হাফিজ। খেলোয়াড়ী জীবনে ‘প্রফেসর’ হিসেবে খ্যাতি পাওয়া হাফিজ বলেন, প্রথাগত ‘লেগি’ বোলাররা বলকে যতোটা টার্ন করতে পারেন, আবরার সেটা না করিয়েই ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেন, এ0র প্রমাণ তো সে ছয় টেস্টেই দিয়েছে।

পিএসএলে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে আবরারের বৈচিত্রপূর্ণ বোলিং দেখে হাফিজ জানান, এখনও জাতীয় দলের হয়ে তার টি-টোয়েন্টি না খেলাটা রীতিমতো বিস্ময়ের। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলে বিশ্বকাপের উইকেট বেশ স্পোর্টিং হবে এবং পেসারদের মতো স্পিনারদের জন্য সুবিধা থাকবে বলে বিশ্বাস করেন মোহাম্মদ হাফিজ।

১ জুন থেকে ‍শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে পাকিস্তান বেশ কয়েকটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ফলে বিশ্বকাপের জন্য আবারের কার্যকারিতা প্রমাণের জন্য এটাই সর্বোচ্চ সুযোগ বলে মনে করেন হাফিজ।

Exit mobile version