লজ্জায় আগেই সাকিবের অবসর নেওয়া উচিত ছিল: শেবাগ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার রানে বাংলাদেশের হার মানতে পারছেনা ক্রিকেট বিশ্লেষকরা! সেই সাথে অভিজ্ঞ সাকিব আল হাসানের পারফরম্যান্স কড়া সমালোচনা! টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের খেলা দুই ম্যাচেই ব্যর্থ সাকিব।

বল হাতেও দুই ম্যাচে ব্যর্থ। দ. আফ্রিকার বিপক্ষে অধিনায়ক শান্ত এক ওভারের বেশি বল করানোর সাহসই করেননি। সাকিবের ব্যর্থতা আরও বড় হয়ে ফুটেছে ব্যাট হাতে। দুই ম্যাচেই দলের চরম গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন সাকিব।

তার বয়স পেরিয়ে এখন ৩৭। বেশ কিছু দিন ধরে চোখের সমস্যায়ও ভুগছেন। কিন্তু ক্যারিয়ারের শেষ বেলায় বড্ড অপরিচিত সাকিব। পুরো ক্যারিয়ারেই অবিশ্বাস্য ধারাবাহিক সাকিব গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই ভুগছেন ফর্মহীনতায়।

ধারাবাহিক ব্যর্থতা ও মাঠের বাইরে নানা বিতর্কের কারণে স্টেডিয়ামে উঠছে ‘ভুয়া ভুয়া’ স্লোগান পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯ রান দুই উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুকছে তখন তাওহীদ হৃদয়কে সঙ্গ দেয়ার বদলে আনরিখ নরকিয়ার শট বলে অযথাই পুল করে ছুড়ে দিয়ে এসেছেন উইকেট। ৪ বলে ৩ রানের ইনিংস দলের বিপদই বাড়িয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হারের পর সাকিবের কড়া সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দর শেবাগ। সাকিবের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে অবসর নেওয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছেন সাবেক এই বিস্ফোরক ওপেনার।

ক্রিকবাজের অনুষ্ঠানে শেবাগ বলেন, ‘আপনি (সাকিব) একজন এতো সিনিয়র খেলোয়াড়, আপনি অধিনায়কও ছিলেন এতদিন, আর এরপরও আপনার এতো বাজে গেমসেন্স! আপনার নিজেরই তো লজ্জা হওয়া উচিত। “অনেক হয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিচ্ছি।’

Exit mobile version