ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের অভিষেক হয়েছিলো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সেই আসরে ‘অরেঞ্জ আর্মি’দের অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার। সেখানে সামনে থেকে মুস্তাফিজকে ‘দ্যা ফিজ’ হতে দেখেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে নিজের সাবেক সতীর্থকে প্রশংসায় ভাসিয়েছেন এই অজি ওপেনার।
আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় সুপার এইটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। চলতি আসরে এখনো কোনো ম্যাচ হারেনি ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষেও অপরাজিত তকমাটা নিজেদের করে রাখতে চায় অজিরা। এমন প্রত্যাশাই করছেন অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ এই সদস্য।
বিগত কয়েকবছরের মধ্যে বাংলাদেশের বোলিং ইউনিট এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। চলতি বিশ্বকাপে মুস্তাফিজ, তানজিম সাকিব, রিশাদ আর তাসকিনদের হাত ধরেই সুপার এইটে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের এই বোলিং ইউনিট নিয়ে প্রশংসা করে ওয়ার্নার বলেন, ‘বাংলাদেশ ভালো দল। তাদের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের খেলার পরিকল্পনা আমরা বুঝতে পারি। অবশ্যই তাদের বোলিং আক্রমণ দারুণ। মুস্তাফিজ এই আক্রমণের নেতৃত্ব দেয়।’