এবারের বিশ্বকাপ যেন ক্রমেই বোলারদের বিশ্বকাপে রুপ নিচ্ছে। টুর্নামেন্টের ৪৯তম ম্যাচে এসে আরও আরও একটা হ্যাটট্রিক দেখলেন ক্রিকেট প্রেমীরা। শুধু তাই নয়, ইনিংসের ১৯তম ওভারে ইংল্যান্ডের মিডিয়াম পেসার ক্রিস জর্ডানের ওভারে চার উইকেট হারালো যুক্তরাষ্ট্র। ৬ উইকেটে ১১৫ থেকে আর কোন রান যোগ না করেই অলআউট হয়ে যায়। এবারের আসরের সহ-আয়োজকরা।
বার্বাডোজের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই আন্দ্রিয়েস গাউসের উইকেট হারায় যুক্তরাষ্ট্র। সেখান থেকে দলীয় সংগ্রহকে ৪৩ এ নিয়ে যান স্টিভেন টেলর ও নীতিশ কুমার। যুক্তরাষ্ট্রের ইনিংসে এটাই ছিলো সর্বোচ্চ রানের জুটি। এর পর যেমন আর বড় কোন জুটি গড়েনি। তেমনি ১৮ ওভার শেষে ৬ উইকেটে ১১৫ রানের সাথে আর কোন রানই যোগ করতে পারেনি অ্যারোন জোনসের দল।
১৯তম ওভারে কোন রান না দিয়েই হ্যাটট্রিকসহ চার উইকেট তুলে নিয়েছেন ক্রিস জর্ডান। এই ওভারের ৫ম বলেই ১১৫ রানে গুটিয়ে গেছে যুক্তরাষ্ট্র। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে ইংল্যান্ডের সামনে জয়ের বিকল্প নেই। ইংল্যান্ডের মিডিয়াম পেসার ক্রিস জর্ডান দুই ওভার পাঁচ বলে ১০ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন। এছাড়া দুটি করে উইকেট তুলে নিয়েছেন স্যাম কারান ও আদিল রশীদ।
শেষ চারের লড়াইয়ে যেতে এই ম্যাচে বড় ব্যবধানে জেতার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে ইংলিশদের। সুপার এইটে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দুই দলই এক জয় থেকে দুই পয়েন্ট নিয়ে টেবিলের দুই ও তিনে অবস্থান করছে।