আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় অজিদের বিপক্ষে হারলেও এখনও সেমিফাইনালের স্বপ্ন দেখছে নাজমুল হোসেন শান্তর দল।
তাই তো, ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে। এই ফরম্যাটে ভারতের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র একটি জিতেছে টাইগাররা। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দু,দলের। সব ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া।
পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও, ভারতকে বিপক্ষে বেশির ভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা। দু’দল যখনই মুখোমুখি হয়েছে, তারা উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফরমেন্স দেখিয়েছে।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ভারতকে হারাতে না পারলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ। তাই তো, এমন সুযোগ আর হাত ছাড়া করতে চাইবে না বাংলাদেশ। তার জন্য ওপেনিংয়ে লিটনের সাথে আসতে পারে পরিবর্তন। তানজিম হাসান তামিদের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন সৌম্য সরকার।
ওয়ানডাউনে থাকছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চার নম্বরে তাওহিদ হৃদয়, পাঁচ নম্বরে সাকিব আল হাসান, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ। সাতে শেখ মাহেদী হাসান,আটে রিশাদ হোসেন। এছাড়া থাাকছে তিন পেসার। তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার ও লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত,তাওহিদ হৃদয়,সাকিব আল হামান, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ তানজিদ হাসান তামিম ও মুস্তাফিজুর রহমান।