হার্দিকের অধিনায়ক হওয়া নিয়ে মুখ খুললেন জয় শাহ

ভারতকে বিশ্বকাপ জেতানোর পর পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের অবসরে যাওয়ার পর কার নেতৃত্বে যাচ্ছে ভারত, এমন আলোচনায় সরব ক্রিকেটাঙ্গন। এবার ভারত জাতীয় দলের নতুন অধিনায়কের বিষয়ে জানালেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ।

চলতি বছর অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ বাজে সময় কাটিয়েছেন হার্দিক পান্ডিয়া। যেকারণে অনিশ্চয়তার মুখে পরে তাঁর বিশ্বকাপ খেলাই। সেখান থেকে নাটকীয় ফাইনালের শেষ ওভারে দলকে শিরোপা জেতানোয় নতুনভাবে আলোচনায় এসেছেন ভারতীয় এই সহ-অধিনায়ক।

তবে কি তিনিই হতে যাচ্ছেন ভারতের নতুন অধিনায়ক? এনিয়ে মুখ খুলেছেন জয় শাহ। তিনি বলেন, ‘অধিনায়ক কে হবেন, সেটা ঠিক করবেন নির্বাচকরা। তাদের সঙ্গে কথা বলেই সেটা ঘোষণা করা হবে। আর যদি হার্দিকের কথাই বলা হয়, তাহলে ওর ফর্ম নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু নির্বাচকরা ওর ওপর ভরসা দেখিয়েছেন। হার্দিক নিজেও সেটা প্রমাণ করেছে।’

Exit mobile version