ইমন-হৃদয়ের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ২৪৮

প্রথম ম্যাচে ব্যাটিং ধস আর লজ্জাজনক পরাজয়ের পর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর মিশনে নামে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। তবে ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক-মাত্র ১০ রানের মাথায় সাজঘরে ফেরেন তানজিদ হাসান।

প্রাথমিক সেই ধাক্কা সামাল দেন পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। সাবধানী শুরু থেকে দ্রুতই ছন্দে ফেরেন তারা। শান্ত ১৪ রান করে ফিরলেও ইমন খেলেন চোখধাঁধানো ইনিংস-৬৭ রান ৬৯ বলে, ৬টি চার ও ৩টি ছয়ে সাজানো।

ইমনের বিদায়ের পর হৃদয় ধরে রাখেন ইনিংসের ভার। ৫১ রানের সংযোজন এনে দেন তিনি, যদিও গুরুত্বপূর্ণ সময়ে রান আউট হয়ে ফেরেন। মাঝে ছোট ছোট অবদান রাখেন শামীম (২২), জাকের (২৪), এবং ইনিংসের শেষ দিকে তানজিম সাকিব ঝড়ো ২১ বলে ৩৩ রান করেন।

তবে নিয়মিত উইকেট পতনে থেমে যায় বড় রানের সম্ভাবনা। শেষ ৫ ওভারে পড়ে যায় ৩টি উইকেট, আসে মাত্র ৩৫ রান। ফলে ৫০ ওভার পূর্ণ হওয়ার আগেই, ৪৫.৫ ওভারে অলআউট হয় বাংলাদেশ।

বোলিংয়ে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল ছিলেন আশিথা ফার্নান্দো। অসাধারণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ ওভারে ৩৫ রানে নেন ৪টি উইকেট। তাকে সমর্থন দেন হাসারাঙ্গা, যিনি ৩ উইকেট তুলে নেন। চামিরা ও আসালাঙ্কার শিকার একটি করে উইকেট।

লক্ষ্য ২৪৯—এই পিচে ব্যাটিং সহজ হলেও বাংলাদেশের জন্য সুযোগ এখনও আছে, যদি শুরু থেকেই চাপ ধরে রাখতে পারে বোলাররা।

Exit mobile version