১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বার্সেলোনার লামিন ইয়ামাল। দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে এবার তিনি তাকিয়ে আছেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর–এর দিকে। তরুণ এই ফরোয়ার্ড নিজেই বললেন, “প্রতিটি খেলোয়াড়েরই লক্ষ্য থাকে ব্যালন ডি’অর জেতা। আমার বয়সে মনোনয়ন পাওয়াটাই বিশাল সাফল্য। আশা করছি, একদিন এটি বাস্তব হবে।”
গত মৌসুমে ইয়ামালের পরিসংখ্যান যে কোনো বড় তারকার সঙ্গে পাল্লা দেওয়ার মতো। বার্সার হয়ে ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল, করিয়েছেন আরও ২৫টি অ্যাসিস্ট। নতুন মৌসুমেও একই ধারায় এগোচ্ছেন তিনি—লা লিগার প্রথম তিন ম্যাচেই পাঁচবার গোলের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
২০২৫ সালের ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকায় ইয়ামালের সঙ্গে জায়গা পেয়েছেন বার্সেলোনার আরও তিন তারকা—পেদ্রি, রবার্ট লেভানডভস্কি ও রাফিনিয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে আগামী ২২ সেপ্টেম্বর, প্যারিসের বিখ্যাত থিয়েটর দ্যু চাতেলে।
ক্লাবের হয়ে আলো ছড়ানোর পাশাপাশি জাতীয় দলের দায়িত্বও থাকছে ইয়ামালের কাঁধে। আসন্ন বিরতিতে স্পেন বৃহস্পতিবার খেলবে বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। এরপর মুখোমুখি হবে তুরস্কের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















